চালু হয়েছে ‘মেটা এআই’

ছবি : সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

১৫ মে ২০২৫, ১২:৪১ পিএম

এতদিন মেটার এআই টেকনোলজি শুধু মেটার অঙ্গপ্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং মেসেঞ্জারে একীভূত অবস্থায় ছিল। তবে এবার মেটা একটি স্বতন্ত্র এআই অ্যাপ চালু করছে। মেটার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই এআই অ্যাপটির নাম ‘মেটা এআই’। এআই জগতে মার্ক জাকারবার্গের শক্ত অবস্থান তৈরির কৌশলের একটা অংশ মেটা এআই বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।


চাঁদের দুই দিক দেখতে দুই রকম কেন

গত মঙ্গলবার মেটার এল-লামাকন ইভেন্টে উন্মোচিত মেটা এআই অ্যাপটি ব্যবহারকারীদের ব্যবহারের জন্য দেওয়া হয়। যেটা অন্যান্য এআই সহকারী যেমন : চ্যাটজিপিটি অ্যাপ, জেমিনি ইত্যাদির মতো কাজ করে। অ্যাপটি উন্মুক্ত করার কারণে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং মেসেঞ্জারের বাইরেও যেকোনো কাজে ব্যবহার করা যাবে মেটা এআই।


এ ছাড়া মেটার স্মার্ট এআই চশমাতেও এ অ্যাপটি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। ফেসবুক বা ইনস্টাগ্রামের বদৌলতে মেটার কাছে ইতোমধ্যেই অধিকাংশ মানুষের সম্পর্কে ধারণা আছে। আপনি কে, আপনি কী পছন্দ করেন এবং আপনি কাদের সঙ্গে সময় কাটান, তা ফেসবুক বা ইনস্টাগ্রামে বছরের পর বছর ধরে আপনার শেয়ার করা ডাটার ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মেটা এআইকে, যা একে ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো কোম্পানিগুলোর থেকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে। ফলে মেটা এআই খুব সহজেই ব্যবহারকারীদের মন জয় করবে বলে ধারণা করা হচ্ছে। 

ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো কোম্পানিগুলোর থেকে কেন মেটা এআই আলাদা, সেটা মানুষের মধ্যে পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছে মেটা।

মেটার এআই অ্যাপটি বিদ্যমান এআই সহকারীদের থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করে। এর কারণ আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। যেগুলো থেকে মেটা আমাদের পছন্দ অপছন্দের অনেক তথ্যই জানে। সেসব তথ্যের অনেক ডাটা যুক্ত করেছে মেটা তাদের এআই অ্যাপে। আর তাই ভবিষ্যতে মেটা এআইয়ের সঙ্গে কথোপকথনের সময় আমরা নিজেদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারব। এছাড়া মেটা এআই আগের কথোপকথনের তথ্য মনে রাখতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, কথোপকথনে আপনি মেটা এআইকে যদি বলেন, আপনার ইলিশ মাছে অ্যালার্জির সমস্যা আছে। সে এই তথ্য মনে রেখে দেবে। পরে আপনি মাওয়া ঘাটে গিয়ে খাবার খাওয়ার বিষয়ে মেটা এআইকে জিজ্ঞাসা করলে সে আপনাকে ইলিশ মাছ খেতে বারণ করবে। মেটা এআই আপনাকে মনে করিয়ে দেবে যে, ইলিশ মাছে আপনার অ্যালার্জির সমস্যা আছে।

তবে যেকোনো এআই পণ্যের মতো ব্যবহারকারীদের সচেতন থাকা উচিত যে মেটা কীভাবে তাদের চ্যাটবটগুলোর সঙ্গে শেয়ার করা ডাটা ব্যবহার করতে পারে। মেটা তার বিজ্ঞাপন ব্যবসাকে শক্তিশালী করার জন্য ব্যবহারকারীর ডাটার ওপর নির্ভর করে, যা তার সিংহভাগ আয়ের উৎস হিসেবে কাজ করে। ফলে এটি ব্যবহারে আমাদের অন্য চ্যাটবটগুলোর মতো সতর্ক থাকতে হবে।