বন্ধ হয়ে যাচ্ছে ৬৭ লাখ সিম

প্রতীকী ছবি

প্রযুক্তি ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ০১:০০ পিএম

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১০টি নিবন্ধিত সিম ব্যবহার করতে পারবেন গ্রাহক। যাদের ১০টি সিমের বেশি আছে তাদের অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। আগামী ১ আগস্ট থেকে সিম বন্ধের প্রক্রিয়া শুরু হবে। জানা গেছ, সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সুযোগ বেঁধে দিলে ২৬ লাখ ব্যবহারকারীর ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যাবে।


ভয়েস ক্লোনিংয়ে ডিজিটাল ধোঁকা

বিটিআরসির এ সিদ্ধান্তকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অনুমোদন দিয়েছে। বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেছেন বিটিআরসির উপ-পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খান।


বিটিআরসি জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে গ্রাহকদের ৩ মাসের জন্য সময় দেওয়া হবে নিজ উদ্যোগে ১০টির বেশি সিম থাকলে তা বাতিল করার জন্য। এরপর বিটিআরসি বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাড়তি সিমগুলো বন্ধের উদ্যোগ নেবে। পুরো প্রক্রিয়া শেষ করতে ৫ থেকে ৬ মাস সময় লাগবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৭৪৫। এর মধ্যে ৮০ দশমিক ৩২ শতাংশ ব্যবহারকারীর নামে ৫টি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ ব্যবহারকারীর কাছে। ১১ থেকে ১৫টি সিম ব্যবহারকারী মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ।