ঢাকায় আসছে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীরা
-677cd396c96a9.jpg)
ছবি : সংগৃহীত
০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পিএম
টিসিপির পর এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানের ব্যববাসায়ীদের শীর্ষ সংগঠন ‘ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজে’র (এফপিসিসিআই) ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থান করবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ নির্দেশনা
এর আগে, সোমবার (৬ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে।
এদিকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে উচ্চপর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ(এফবিসিসিআই) এর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দেবেন এফপিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ ও সিনিয়র সহ-সভাপতি সাকিব ফায়াজ মাগুন। এই প্রতিনিধি দলে পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন।’
সফরকালে পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।