ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের মতবিনিময় সভা

ছবি : আওয়ার বাংলাদেশ
২৫ জানুয়ারী ২০২৫, ০১:১৫ পিএম
ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর আয়োজনে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

রসুনের দাম কেজিতে বাড়ল ৬০ টাকা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া তথা কুমিল্লার কৃতিসন্তান, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সহধর্মিণী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিতা ইয়াসমিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাসেড-এর পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা ভিপি সরকার জহিরুল হক মিঠুন। উপস্থিত ছিলেন বাসেড-এর অন্যান্য পৃষ্ঠপোষক, উপদেষ্টামণ্ডলী, নির্বাহী পরিষদের সাধারণ সদস্য, শুভাকাঙ্খীসহ বাসেড পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় কিডনি রোগীদের জন্য একটি ডায়ালাইসিস সেন্টার করা জরুরি। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার হতদরিদ্র কিডনি রোগীরা খুব অল্প খরচে ডায়ালাইসিস করতে পারবে।’