চাল এলো পাকিস্তান-ভারত থেকে

ছবি : সংগৃহীত
অর্থনীতি ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম
পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। একই সময় ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে আরেকটি বন্দরে এসেছে।
চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় পাকিস্তান ও ভারত থেকে এই চাল আমদানি করা হয়েছে। জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে।


