খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত
০৬ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম
পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিন ছুটি শেষে আজ রোববার সকাল ১০টায় সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে। গত সোমবার মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর সারাদেশে উদযাপিত হয়েছে।

বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি
এর আগে ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৬ দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে মার্চের ২৯ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। অন্যদিকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ পান।
সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করছেন সরকারি চাকরিজীবীরা।
রোববার থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।