সয়াবিনের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

ছবি : সংগৃহীত
১৫ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে । এতে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৫ টাকার স্থলে ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন ও পামঅয়েল ১৫৭ টাকার স্থলে ১৬৯ টাকা নির্ধারণের করা হয়েছে।

হঠাৎ কমে গেছে মুরগির দাম
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে ব্যবসায়ীদের পক্ষে টিকে, মেঘনা, সিটি গ্রুপের প্রতিনিধি ছাড়াও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং ভোজ্যতেল কারখানা মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) কামাল হোসেন বলেন, বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেছেন। কিছুক্ষণ পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে এর আগে ৬ এপ্রিল ও ৮ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও মিল মালিকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের দুই দফা বৈঠকে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোজ্যতেলের কর সুবিধার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৫ টাকার স্থলে ১৯৩ টাকা এবং খোলা সয়াবিন ও পামঅয়েল ১৫৭ টাকার স্থলে ১৭০টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।
পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে দুই দফা বৈঠকে আলোচনার পর সংগঠনটির বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকার স্থলে ১৮৯ টাকা, আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৮৫২ টাকার স্থলে ৯২২ টাকা এবং খোলা সয়াবিন ও পামতেলের দাম ১৫৭ টাকার স্থলে প্রতি লিটার ১৬৯ টাকা করার প্রস্তাব দেয়।
প্রসঙ্গত, এর আগে গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ভোজ্য তেলের সংকট দেখা দিলে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি তুলে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ায় সরকার। এখন চার মাসের ব্যবধানে ব্যবসায়ীদের প্রেক্ষিতে ফের ভোজ্যতেলের দাম বাড়ানো হলো।