এবারের বাজেট হবে বাস্তবসম্মত : অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

৩০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

অতীতে বাজেট ঘোষণা করা হলেও বছর শেষে বাস্তবায়ন হয়নি আমি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এবার এ ধারা থেকে বের হয়ে আসতে চাই। আমরা এমন বাজেট দিবো যা হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। এটিই হবে এবারের বাজেটের মূলনীতি।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফ বি সি এর যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট পরামর্শ কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের এবং এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমানের সঞ্চালনায় ব্যবসায়ী প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত রয়েছেন।

অর্থ উপদেষ্টা বলেন, বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হয়েছে। কিন্তু আমরা চাইলেই সবকিছু রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কিছু আইনি বিষয় রয়েছে যেগুলো সময় সাপেক্ষ। তবে পদ্ধতিগত যেসব বিষয় রয়েছে সেগুলো আমরা পরিবর্তনের চেষ্টা করবো।

ব্যবসায়ীদের বিভিন্ন খাতে কর অব্যাহতির দাবি প্রসঙ্গ তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন প্রণোদনা চাচ্ছেন সেটা দিতে হলে সরকারের টাকা লাগবে। সরকার যদি টাকা না পায় তাহলে কিভাবে প্রণোদনা দিবে? প্রশ্ন রাখেন উপদেষ্টা। তিনি বলেন, কর দিবেন এবং এর বিপরীতে সুবিধা পাবেন এটিই কর প্রদানের নীতি নয়।