আপন ভাই-বোনের দান করমুক্ত

প্রতীকী ছবি
অর্থনীতি ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ০৭:১০ পিএম
করদাতারা ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দিতে পারবেন, যা ৩০ নভেম্বর পর্যন্ত দেওয়া যাবে। এ বছর করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে। তবে রিটার্ন দেওয়ার সময় কিছু নতুন বিষয় খেয়াল রাখতে হবে, কারণ এ বছরের বাজেটে কর-হিসাবের ক্ষেত্রে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।
ফের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ
তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, আপন ভাই-বোনের দেওয়া দানকে এবার করমুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থাৎ রিটার্নে ভাই-বোনের দেওয়া অর্থ বা সম্পদের ওপর আর কর বসবে না। এতে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরো সহজ হবে। এমনকি বিদেশে থাকা ভাই-বোন অর্থ পাঠালেও সেটি করমুক্ত থাকবে। এতদিন কেবল স্বামী-স্ত্রী, বাবা-মা ও সন্তানের দেওয়া দান করমুক্ত থাকত।


