রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর হিসাব পদ্ধতি - বিপিএম-সিক্স অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন ২৫ বিলিয়ন ডলার।


তবুও বেড়েছে বেকার সংখ্যা

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির সুবাদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি মার্কিন ডলার। গত বছর একই সময়ে জুলাই আন্দোলনের মধ্যে প্রবাসীরা তাদের আয় দেশে না পাঠানোর ডাক দিলে ঐ মাসে রেমিট্যান্স কমে দাঁড়িয়েছিল ১৯১ কোটি মার্কিন ডলারে।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাসে বিদেশি সব বকেয়া দায়-দেনা পরিশোধ হওয়ায় লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়েছে।