ভোজ্যতেল ব্যবসায়ীদের শোকজ করেছে সরকার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছে সরকার। সরকারের অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে বস্ত্র অধিদফতরের উদ্যোগে ‘জাতীয় বস্ত্র দিবসের’ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।


বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কারো সঙ্গে কথা বলেননি। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে অংশগ্রহনের জন্য আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি।’