কওমি আলেমরাও কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা

ছবি : সংগৃহীত
০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
এখন থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (রোববার, ৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানানা তিনি।
ব্যাংকে হানা দেওয়ার পর তিন ডাকাতের আত্মসমর্পণ
তিনি লেখেন, আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।
আরও লেখেন, আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।
কওমি মাদ্রাসা বাংলাদেশে প্রচলিত প্রধান দুই ধারার মাদ্রাসার মধ্যে একটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মত-পথের অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় আলেমদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামি শিক্ষাকেন্দ্রকে কওমি মাদ্রাসা বলা হয়।


