ডিজিটাইজেশনের নতুন যুগে দেশ

কেন্দ্রীয় ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইলাইজেশন উদ্যোগে যুক্ত হলো নতুন মাত্রা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন “ই-ডেস্ক সিস্টেম”—যা কেন্দ্রীয় ব্যাংকের নোটিং ও দাফতরিক কার্যক্রমকে অনলাইনভিত্তিক, দ্রুততর ও আধুনিক পর্যায়ে নিয়ে যাবে।


কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট পরিচালকরা। বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি বিভাগ যৌথভাবে এ সিস্টেমটি ডেভেলপ ও বাস্তবায়ন করেছে।


গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ই-ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক কার্যক্রমে নতুন যুগে প্রবেশ করলো। তিনি সিস্টেমটি সফলভাবে তৈরি ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সেবা দ্রুত ও নির্ভুল করার লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রাথমিকভাবে শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ই-ডেস্ক সিস্টেম চালু করা হলেও ধাপে ধাপে এটি দেশের সব অফিসে কার্যকর করা হবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৬ থেকে সব পর্যায়ের নোটিং একই সিস্টেমের আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ই-ডেস্ক সিস্টেম চালুর ফলে নোটিং প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন—যা কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।