বিদেশে পালাতে পারেননি নিপুণ!

ছবি : সংগৃহীত
১১ জানুয়ারী ২০২৫, ০১:২০ পিএম
ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। তবে গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেন।

এখনো চলে কাটপিস আমলের সিনেমা!
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরে যোগাযোগ করা হলে নিপুণ গণমাধ্যমের কাছে দাবি করেন, খবরটি সঠিক নয়।
নিপুণ বলেন, ‘‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’’
তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে জানান, ‘‘সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।’’