নিবন্ধন হাতে পেয়েছে কলরব

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পিএম

জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর থেকে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে নিবন্ধন পেয়েছে। ‘শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব’ নামে এই নিবন্ধন পেয়েছে সংগঠনটি।


হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ

রোববার (২০ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ে উপ-পরিচালক জনাব আবু সাহিদ মো: কাউছার রহমানের হাত থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান।


নিবন্ধন প্রাপ্তির বিষয়ে কলরবের পরিচালক সাঈদ আহমাদ বলেন, কলরবের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমরা ভীষণভাবে আনন্দিত। দীর্ঘ ৯ বছরের অব্যাহত প্রচেষ্টায় আমরা নিবন্ধন সনদ হাতে পেয়েছি। এর মাধ্যমে কলরবের কাজের গতি আরও বেগবান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশে ইসলামী সংগীত চর্চার পথিকৃৎ মরহুম আইনুদ্দীন আল আজাদের হাত ধরে ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় কলরবের। বাংলাদেশে ইসলামি সংগীত চর্চার পথিকৃৎ ব্যক্তি মরহুম আইনুদ্দীন আল আজাদের হাত ধরে ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় কলরবের। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। সমাজসেবা অধিদপ্তরের অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনটি আরো বড় পরিসরে কাজ করতে পারবে বলেই আশা রাখছে কলরব পরিবার।

প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। সমাজসেবা অধিদপ্তরের অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনটি আরো বড় পরিসরে কাজ করতে পারবে বলেই আশা রাখছে কলরব পরিবার।