এক ঘণ্টায় যার পারিশ্রমিক ৭ কোটি

ছবি : সংগৃহীত
১৮ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম
অরিজিৎ সিং। বছরের পর বছর ধরে ভারতের সিনেমার গানকে এক অন্য মাত্রা দিয়ে চলেছেন তিনি। আশিকি ২-এর ‘তুম হি হো’, অ্যায় দিল হ্যায় মুশকিলের ‘চান্না মেরেয়া’, ব্রহ্মাস্ত্রের ‘কেসারিয়া’ এবং বরফির ‘ফির লে আয়া দিল’-এর মতো গান গেয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। ঠিক একই ভাবে পারিশ্রমিকের প্রশ্নেও নাকি সবার শীর্ষে।

মুসলমান হয়েছিলেন প্রবীর মিত্র!
এবার বৃটেনে একটি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছেন অরিজিৎ। শোনা যাচ্ছে, দুই ঘণ্টার অনুষ্ঠানে তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১৪ কোটি টাকা।
এই বিশাল অংকের পারিশ্রমিক কেবল একজন ভারতীয় শিল্পী হিসেবেই নয়, বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবে স্থান করে নিয়েছেন।
এত সাফল্য, এত সম্পদ সত্ত্বেও খুব সাধারণ জীবনযাপন করেন শিল্পী। অরিজিতের মোট সম্পদের পরিমাণ ৪১৪ কোটি টাকা। নভি মুম্বইতে আট কোটি টাকার বাড়ি, ৩ দশমিক ৪ কোটি টাকারও বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির সংগ্রহ, যার মধ্যে একটি রেঞ্জ রোভার এবং একটি মার্সিডিজও রয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর অরিজিৎ প্রথম ভারতীয় গায়ক হিসেবে যুক্তরাজ্যের লন্ডনের আইকনিক টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন। ব্রিটেনে তার শেষ মঞ্চ পরিবেশনা ২০২৪ সালে।
ইংরেজিতে গান না গেয়েও ফলোয়ারের দিক দিয়ে অরিজিৎ টেইলর সুইফট, এড শিরান এবং আরিয়ানা গ্র্যান্ডের মতো চার্ট-টপারদের পিছনে ফেলে দিয়েছেন। -নিউজ১৮