গার্লফ্রেন্ড ব্যাপারটাই পছন্দ না

১৮ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম
ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সাদিয়া আয়মান। এবারের ঈদে তিনি তানিম নূরের সিনেমা ‘উৎসব’ আর অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করে নজর কেড়েছেন। প্রশংসিতও হয়েছেন। এছাড়া হাতে রয়েছে বেশ কিছু কাজ। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। দিনে দিনে বাড়ছে সাদিয়া আয়মানের ভক্তসংখ্যা। সেই সঙ্গে বাড়ছে তাকে ঘিরে কৌতুহলও। অভিনেত্রী সাদিয়া আয়মানের ব্যক্তি জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহের সীমা নেই।

সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন সাদিয়া। জানান, প্রেম ভালোবাসা ও বিয়ের প্রসঙ্গেও।
সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে। যেখানে ওঠে আসে প্রেমের প্রসঙ্গও।
কেমন ধরনের প্রেমের প্রস্তাব পছন্দ করেন জানিয়ে সাদিয়া বলেন, ‘হাম্বলি বলা। পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। ‘আই লাভ ইউ’ ব্যাপারটা আমার কেমন যেন ক্রিঞ্জ লাগে। যদি কেউ ডিরেক্ট প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’, আমার ওটা ভালো লাগে না। কোনো ফিউচার প্ল্যান করে যদি হয় এমন হয় যে, ‘আমি পছন্দ করি সো আই হ্যাভ এ ফিউচার প্ল্যান’- যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।
অভিনেত্রী জানান, হুটহাট ভালোবাসার প্রস্তাব এলে বিব্রত হন তিনি। কেউ যদি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে প্রেমের প্রস্তাব দেয়; তাহলে ভেবে দেখার ইচ্ছা আছে।
এছাড়া সাদিয়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। সময় পেলেই ছুটে যান পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি মনে করেন ভ্রমণ মানুষের মন ভালো রাখে। প্রায়ই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশের ভ্রমণের ছবি শেয়ার করেন সাদিয়া আয়মান।
অভিনয় জীবন প্রসঙ্গে সাদিয়া আয়মান জানান, টিকে থেকে কাজ করে যাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ। অভিনেত্রী বলেন, ‘একজন অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থেকে কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না। সে জায়গা থেকে সচেতনভাবে গল্প নির্বাচন করে অভিনয় করা এবং কাজের প্রতি পূর্ণ ডেডিকেশন দেওয়া। না হলে হারিয়ে যেতে হবে। আমি মনে করি অভিনয়ের মাধ্যমে টিকে থাকাই একজন অভিনেত্রীর বড় চ্যালেঞ্জ।’