সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেই লেডি বাইকার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলম্বিয়ার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর ও লেডি বাইকার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ। গত ২৬ নভেম্বর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই ২৫ বছর বয়সী ‘বাইকারগার্ল’ খ্যাত তরুণীর মৃত্যু হয়। সোমবার (১ ডিসেম্বর) পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে—সোফিয়া তার সুজুকি জিক্সার মোটরসাইকেল চালাচ্ছিলেন, যে বাইকটি ব্যবহার করে তিনি প্রায়ই বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন।


দুর্গাপূজার সিনেমায় শেখ হাসিনা!

ঘটনার বিবরণে বলা হয়, রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে তিনি কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কা যাওয়ার পথে একটি গাড়ি ও ট্রাক্টর-ট্রেলারের মাঝ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।


ফ্লোরিডাব্লাঙ্কা ট্রানজিট কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনার সম্ভাব্য ধারণা হচ্ছে মোটরসাইকেল আরোহী দুটি গাড়ির মধ্যে চলছিলেন। তবে এই পরিস্থিতি তদন্ত সাপেক্ষে।

ট্রানজিট কর্মকর্তা জাহির আএন্দ্রস ক্যাস্তেলানোস প্রাদা বলেন, প্রসিকিউটর অফিস এই মারাত্মক দুর্ঘটনার কারণগুলো স্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে নির্ধারণ করবে। সংশ্লিষ্টরা তদন্ত পরিচালনা করবে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তারা কথা বলবেন। প্রয়োজনে ক্যামেরা থেকে ভিডিও নিয়ে বিশ্লেষণ করা হবে এবং জড়িত কোনো চালকের কোনো ধরনের দায়বদ্ধ থাকলে সেটিও নির্ধারণ করা হবে।

এদিকে লেডি বাইকার সুফিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। ইনস্টাগ্রাম ও টিকটকে নিয়মিত ভিডিও শেয়ার করতেন তিনি। আর মৃত্যুর দিন তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে তাকে মোটরসাইকেলটি ধুতে দেখা গেছে।

গত ২৯ নভেম্বর বুকারামাঙ্গায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে তরুণী লেডি বাইকারের।