আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানায় রয়টার্স। বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় তারা। 


যুদ্ধবিরতিতে কম্বোডিয়া-থাইল্যান্ড

তালেবান শাসিত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গজনি প্রদেশে এসব দুর্ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


একটি দুর্ঘটনায় জ্বালানি ট্যাংকার এবং অন্যটিতে মালবাহী ট্রাক সম্পৃক্ত ছিল বলে তিনি জানান।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয়। দীর্ঘ কয়েক দশকের যুদ্ধের কারণে দেশটির অবকাঠামোর দুর্বলতা বেড়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা দেশ ছাড়ার পর তালেবানের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে। (সূত্র: রয়টার্স)