জিম্মি ট্রেনের ৪৫০ যাত্রী, নিহত ৬ সেনা

প্রতীকী ছবি
১১ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে বালুচ লিবারেশন আর্মি। আজ মঙ্গলবার সকালের দিকে তাদের ছোঁড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র হামলাকারীরা।
ইসরায়েলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১১
এক বিবৃতিতে বেলুচ লিবারেশন আর্মি হুমকি দিয়ে বলছে, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ এখানে কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। যদিও এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় সেটিতে হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা।
উল্লেখ্য, সশস্ত্র গোষ্ঠীটি বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসছে।


