ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ছবি : সংগৃহীত
১৫ জুন ২০২৫, ১২:৩২ পিএম
ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন প্রাপ্ত বয়স্ক, একজন শিশু ও একজন পাইলট রয়েছেন। যাত্রীরা সবাই তীর্থযাত্রী ছিলেন। তারা সবাই উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
নিজ ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ভারত
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশির উদ্দেশে রোববার সকাল পাঁচটা ৩০ মিনিটে রওয়ানা দেয়। উত্তরাখণ্ড বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের ১০ মিনিট পরেই গৌরিকুন্ড ও সবপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন শিং রাজওয়ার গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি গৌরিকুণ্ডে বাজে আবহাওয়ার কারণে ঘন জঙ্গলের উপর দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। পুলিশ এবং রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের দিকে রওয়ানা দেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেয়া এক পোস্টে এ দুর্ঘটনার শোক জানিয়েছেন।
এর আগে গত আট মে উত্তরকাশি জেলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন মারা যায়। গত ১২ জুন বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ২৯৪ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।

