গুপ্তচর সন্দেহে ইরানে গ্রেপ্তার ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন ২০২৫, ০২:০৯ পিএম

ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস শুক্রবার (২০ জুন) জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি লুট

ফার্স নিউজ এজেন্সি প্রসিকিউটর অফিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই ব্যক্তিরা শত্রুপক্ষকে সহায়তা, তথ্য সংগ্রহ, শাসনের বিরুদ্ধে প্রচারণা, সেই সঙ্গে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা এবং সমাজে মানসিক অস্থিরতা তৈরি করার কাজে জড়িত ছিল।


উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক স্থানে, বিমান হামলা চালায় যার মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও ছিল। এর জবাবে তেহরান পাল্টা হামলা শুরু করে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি মিসাইল হামলায় এ পর্যন্ত অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে, ইরানি সংবাদ মাধ্যমগুলোর মতে, ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০-র বেশি মানুষ আহত হয়েছে। (সূত্র : আনাদোলু)