ইরাকে শপিংমলে অগ্নিকাণ্ড, নিহত ৫০

ছবি : সংগৃহীত
১৭ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম
ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো অনেকে। খবর আল জাজিরার।
২৬টি যুদ্ধবিমান কিনছে ভারত
ওয়াসজিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি রাষ্ট্রূীয় সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, বুধবার রাতে একটি শপিং সেন্টার এবং এতে থাকা একটি রেস্তোরাঁয় মর্মান্তিক অগ্নিকাণ্ড হয়। এতে নিহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী আটকা পড়া অনেক মানুষকে উদ্ধার করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং ৪৮ ঘন্টার মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে জানান গভর্নর।
ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একটি পাঁচতলা ভবনের বেশ কিছু অংশ দাউদাউ করে জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


