জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম

জার্মানিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানিয়েছে।


প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী

ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে চারটি বগি ছিলো। ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। জেলা দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।


স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল থেকে আহতদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এক্স বার্তায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, তিনি স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং জরুরি পরিষেবাগুলোতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন।