এবার দুই টেলিভিশনের লাইসেন্স বাতিল চান ট্রাম্প

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

এনবিসি ও এবিসি নেটওয়ার্ককে ইতিহাসের ‘সবচেয়ে খারাপ ও পক্ষপাতদুষ্ট দুই টেলিভিশন নেটওয়ার্ক’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি) যদি টিভি স্টেশন দুটির লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয়, তাহলে এতে সমর্থন জানানোরও ঘোষণা দিয়েছেন তিনি। খবর স্ট্রেইটস টাইমস ও ব্লুমবার্গ।


ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

ট্রুথ সোস্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘কারো কারো মতে গত আট মাস ছিল মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে অন্যতম সেরা আট মাস। আমার জনপ্রিয়তা অনেক বেশি। তবু ওদের আমাকে নিয়ে প্রচার করা সংবাদের ৯৭ শতাংশই নেতিবাচক। যদি তাই হয়ে থাকে, তাহলে তারা আসলে ডেমোক্র্যাট পার্টির হাতিয়ার। সেক্ষেত্রে এফসিসির উচিত তাদের লাইসেন্স বাতিল করা। আমি এর পক্ষে থাকব, কারণ তারা এতটাই পক্ষপাতদুষ্ট ও অসত্যবাদী যে তা আমাদের গণতন্ত্রের জন্য প্রকৃত হুমকি।’


প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে টিভি স্টেশনগুলোর লাইসেন্স ইস্যু করে থাকে এফসিসি, যা নির্দিষ্ট সময় পরপর নবায়ন করতে হয়।

ট্রাম্প এর আগেও বড় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন। জুলাইয়ে এক মামলায় সিবিএস নিউজের সঙ্গে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে সমঝোতায় পৌঁছান তিনি। পরে এফসিসি সিবিএস নিউজের প্যারেন্ট কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল ও স্কাইড্যান্স মিডিয়ার একীভূতকরণে অনুমোদন দেয়। এবিসি বিরুদ্ধে করা এক মানহানির মামলায় দেড় কোটি ডলারে সমঝোতায় পৌঁছেছেন তিনি।

ট্রাম্প তার প্রথম মেয়াদেও এনবিসির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণের আহ্বান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছিল এনবিসি। যদিও পরে ট্রাম্প তা অস্বীকার করেন। একই সঙ্গে এফসিসিকে টেলিভিশন স্টেশনটির লাইসেন্স বাতিলেরও আহ্বান জানিয়েছিলেন তিনি।