স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস জাতিসংঘে

ছবি : সংগৃহীত
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের দেওয়া সাত পৃষ্ঠার প্রস্তাব গৃহীত হয়, যা “নিউইয়র্ক ঘোষণা” নামে পরিচিত। এতে ফিলিস্তিন সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ উপস্থাপন করা হয়েছে।
আরও তিন পরমাণু বিজ্ঞানীকে হারাল ইরান
প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, ফিলিস্তিনের পূর্ণ সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনভার থেকে তাদের সম্পূর্ণভাবে বাদ দেওয়ার কথা। পাশাপাশি ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সম্মিলিত নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার বিষয়ও প্রস্তাবে অন্তর্ভুক্ত হয়েছে।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ। বিপক্ষে অবস্থান নিয়েছে মাত্র ১০টি দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও রয়েছে। ভোটদানে বিরত থেকেছে ১২টি দেশ।
এ প্রস্তাবে গাজায় চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। একইসঙ্গে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে কোনোভাবেই হামাসের সংশ্লিষ্টতা থাকতে পারবে না। প্রস্তাবে ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার নিন্দাও জানানো হয়েছে।
ভোটের পর ফিলিস্তিনের প্রতিনিধি সাধারণ পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা এখনও যুদ্ধ, ধ্বংস ও ভূমি দখল করতে চায়, তাদের প্রতি আহ্বান যৌক্তিক কণ্ঠ শুনুন। জাতিসংঘে যে বার্তা দেওয়া হয়েছে তা কান পেতে শুনুন।”
অন্যদিকে ইসরাইল প্রস্তাবটি প্রত্যাখ্যান করে একে “একতরফা ও বাস্তবতা বর্জিত নাটক” আখ্যা দিয়েছে। ইসরাইলের মতে, “এটি কোনো কূটনীতি নয়, বরং নাটক। সতর্কভাবে মঞ্চ সাজানো এই প্রস্তাব শান্তির পথে কোনো ধাপ নয়; বরং এতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং হামাস দুর্বল না হয়ে পুরস্কৃত হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২২ সেপ্টেম্বর ফিলিস্তিন ইস্যুতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনেই ফ্রান্স, যুক্তরাজ্যসহ কয়েকটি প্রভাবশালী দেশ আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।


