ফিলিস্তিন স্বীকৃতির পক্ষে ৯ হাজার ইসরায়েলি!

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ সম্মেলনের আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রায় ৯ হাজার ইসরায়েলি একটি পিটিশনে সই করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এতে সই করেছেন ৮ হাজার ৮৬৬ জন।


৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

‘যুদ্ধ নয়, স্বীকৃতি চাই’ শিরোনামের এ উদ্যোগ নিয়েছে ইসরায়েলি তৃণমূল সংগঠন জাজিম–কমিউনিটি অ্যাকশন। এতে ইহুদি ও আরব নাগরিক একসঙ্গে কাজ করছেন।


পিটিশনে বলা হয়, “আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন।”

আয়োজকরা আশা করছেন, সম্মেলনের আগে অন্তত ১০ হাজার স্বাক্ষর সংগ্রহ করে জাতিসংঘে তা উপস্থাপন করবেন।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হামাসের ৭ অক্টোবরের হামলায় নিহতদের স্বজনরাও। তাদের মতে, এই হত্যাযজ্ঞ প্রমাণ করেছে ফিলিস্তিন প্রশ্নে রাজনৈতিক সমাধান এড়িয়ে যাওয়ার নীতি সম্পূর্ণ ব্যর্থ।

অন্যদিকে ইসরায়েলি সরকার এ উদ্যোগকে “সন্ত্রাসের পুরস্কার” আখ্যা দিয়েছে। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, “যখন সন্ত্রাসীরা উল্লাস করে, তখন সেটি শান্তির নয়, সন্ত্রাসের অগ্রগতি।”

তবে পিটিশনকারীদের দাবি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে শক্তি জোগানো নয়; বরং এটাই শান্তি ও দুই জাতির ভবিষ্যৎ নিরাপত্তার একমাত্র পথ। সূত্র: টাইমস অব ইসরায়েল