বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেবে না আফগানিস্তান : মুত্তাকি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম

আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। শুক্রবার (১০ অক্টোবর) ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির আফগান দূতাবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।


ইরানের হামলায় ইসরায়েলে ৩১ হাজার ভবন ধ্বংস

বারগাম বিমানঘাঁটি আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার যে আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই প্রসঙ্গে এ মন্তব্য করেন মুত্তাকি। তা ছাড়াও একাধিক দেশের বিষয়ে মন্তব্য করেন মুস্তাকি। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, আফগানিস্তানে উসকে দেওয়ার মতো কাজ যেন তারা না করে।


তালেবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রথমবার ভারত সফর করছেন। এজন্য জাতিসংঘের বিশেষ ছাড়ের প্রয়োজন পড়েছে। কারণ ‘নিষিদ্ধ সন্ত্রাসী’দের তালিকায় রয়েছেন মুত্তাকি।

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর কাবুলের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণে বদল এসেছিল। তালেবান সরকারের সঙ্গে ‘সন্তর্পণে দূরত্ব’ তৈরি করতে দেখা গিয়েছিল ভারতকে। সেই দৃশ্য সম্প্রতি বদলেছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে। তারপরই মুত্তাকির এই ভারত সফর।

সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে। কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসে উন্নীত করার ঘোষণা করেছেন জয়শঙ্কর। পরে শুক্রবার বিকেলে বাছাই করা সাংবাদিকদের মুখোমুখি হন আমির খান মুস্তাকি। তবে সেই সাংবাদিক সম্মেলনে শুধু পুরুষ সাংবাদিকদেরই উপস্থিতি ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

প্রসঙ্গত, তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। সূত্র: বিবিসি