হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

পাকিস্তান প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস–১) মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি সরাসরি পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)–এর করাচি কমপ্লেক্স থেকে সম্প্রচার করা হয়।


টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪১

সুপারকোর এক মুখপাত্র জানান, স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ ও ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে সাহায্য করবে। এ ছাড়া এটি অবকাঠামো উন্নয়ন ও নগরায়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলবে।


মুখপাত্র আরও বলেন, এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’–এর গুরুত্বপূর্ণ অর্জন।

এ বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট; এর আগে ইও–১ এবং কেএস–১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয় এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত নতুন যুগে প্রবেশ করেছে। সূত্র : জিও নিউজ