দ্বিতীয় বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পাঁচ বছরের সঙ্গী জোডি হেইডনকে ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করা প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।


বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ৪৪২

এটি আলবানিজের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী কারমেল টেবাটের সঙ্গে তার ১৯ বছরের সংসার ২০১৯ সালে শেষ হয়। তাদের একটি ছেলে রয়েছে, নাম নাথান। বিরোধী দলের নেতা সুসান লে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।


বিয়ের দিন ও স্থান গোপন রাখা হয়েছিল। গত বছর ভ্যালেন্টাইনস ডেতে আলবানিজ জোডিকে প্রস্তাব দেন। শনিবার এক অনুষ্ঠান পরিচালকের মাধ্যমে তারা নিজেরাই লেখা অঙ্গীকার পড়ে বিয়ে সম্পন্ন করেন। এক যৌথ বিবৃতিতে দম্পতি বলেন, তারা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর প্রতিশ্রুতি ভাগাভাগি করতে পেরে আনন্দিত।

জোডিকে বরযাত্রার পথে নিয়ে যান তার বাবা-মা বিল ও পলিন হেইডন। পাঁচ বছর বয়সী ভাগ্নি এলা ছিলেন ফুলকন্যা আর প্রধানমন্ত্রী আলবানিজের কুকুর টোটো ছিল আংটির বাহক। জোডির পোশাক তৈরি করেছে সিডনির ডিজাইনার রোমান্স ওয়াজ বর্ন, আর আলবানিজের স্যুট এসেছে এম জে বেল থেকে। তাদের বিয়ের আংটি সিডনির লিলিহার্ট এলাকার জুয়েলারি প্রতিষ্ঠান সেরোনে তৈরি করে।

জোডির ভাই প্যাট্রিক হেইডন ও আলবানিজের কাজিন হেলেন গোল্ডেন ছিলেন সাক্ষী। অনুষ্ঠান শেষে তারা স্টিভি ওয়ান্ডারের গানের তালে আঙিনা ধরে হাঁটেন। প্রথম নাচ হবে ফ্র্যাঙ্ক সিনাত্রার গান ‘দ্য ওয়ে ইউ লুক টুনাইট’ এ।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জিম চালমার্স, পেনি ওয়ং, ক্যাটি গ্যালাঘার, রিচার্ড মার্লেসসহ বেশ কয়েকজন মন্ত্রী এবং অভিনেতা রিস মালডুন উপস্থিত ছিলেন। অতিথিদের বিশেষ ক্যানের বিয়ার পরিবেশন করা হয় যা সিডনির ইনার ওয়েস্টের একটি ছোট ব্রুয়ারিতে তৈরি।

বিয়ের সব খরচ আলবানিজ ও হেইডন ব্যক্তিগতভাবে বহন করছেন। তারা আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার মধ্যেই স্বল্প সময়ের হানিমুনে যাবেন।

এপ্রিলের নির্বাচনের আগে বিয়ে স্থগিত রাখা হয়েছিল। আলবানিজ জানিয়েছেন, যদি তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে না আসতেন তবে দুমাসের হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন তা সীমিত করা হয়েছে প্রায় দুই সপ্তাহে।

দুজনের পরিচয় ২০২০ সালে একটি ব্যবসায়িক ডিনারে। ২০২১ সালে আলবানিজের বড় গাড়ি দুর্ঘটনার পর জোডি বুঝতে পারেন তিনি আলবানিজকে ভালোবাসেন। এরপর তিনি আলবানিজের ২০২২ ও ২০২৫ সালের নির্বাচনী প্রচারণায় এবং রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যসহ বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন।

২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডেতে ক্যানবেরার একটি রেস্তোরাঁয় ডিনারের পর আলবানিজ তাকে প্রস্তাব দেন এবং পরদিন সামাজিক মাধ্যমে জানান, জোডি সম্মতি দিয়েছেন।

সম্প্রতি আলবানিজ সমুদ্রতীরের ৪.৩ মিলিয়ন ডলারের একটি বাড়ি কেনায় ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বলেন, জোডি সেই উপকূল এলাকায় বেড়ে উঠেছেন এবং সম্পর্ক বদলালে জীবনের পথও বদলায়। তবে তিনি দীর্ঘ সময় দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেন। মে মাসের নির্বাচনে লেবার পার্টির বড় জয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন। (সূত্র : এবিসি নিউজ)