ব্লু মস্ক পরিদর্শনে পোপ লিও

ছবি : সংগৃহীত
৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
পোপ নির্বাচিত হয়ে প্রথমবারের মতো তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ (ব্লু মস্ক) পরিদর্শন করেছেন পোপ লিও চতুর্দশ। স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে গতকাল শনিবার তিনি মসজিদে প্রবেশ করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, সম্মান প্রদর্শনের অংশ হিসেবে জুতা খুলে পুরো মসজিদ ঘুরে দেখেন তিনি। তবে সেখানে কোনো প্রার্থনা করেননি।
ইলন মাস্ককে বিপদে ফেলছে ট্রাম্প!
সপ্তদশ শতাব্দীর অটোমান স্থাপত্যের অনন্য উদাহরণ নীল মসজিদটি ফিরোজা রঙের সিরামিক টাইলসে সজ্জিত। মসজিদের মুয়াজ্জিন আশগিন তুনকা জানান, পোপকে তিনি প্রার্থনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পোপ লিও বলেন, তিনি কেবল ‘ঘুরে দেখতে’ চান। এ সফরকে ঘিরে ভ্যাটিকান প্রেস অফিসের একটি ভুল বিবৃতি কিছুটা বিভ্রান্তি তৈরি করে।
বিবৃতিতে বলা হয়েছিল, পোপ মসজিদে প্রার্থনা করেছেন এবং তুরস্কের রাষ্ট্রীয় ধর্মীয় সংস্থার প্রধান তাকে স্বাগত জানিয়েছেন। যদিও ঘটনা দুটির কোনটিই ঘটেনি। পরে ভ্যাটিকান স্বীকার করে, এ বিবৃতি ভুলবশত পাঠানো হয়েছিল। `নীল মসজিদে এর আগে আরো দুই পোপ গিয়েছিলেন।
২০১৪ সালে পোপ ফ্রান্সিস সেখানে দুই মিনিট নীরবে প্রার্থনা করেন। ২০০৬ সালে পোপ বেনেডিক্ট ষোড়শও কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন—যা ইতিহাসে প্রথম কোনো পোপের মসজিদে প্রার্থনার ঘটনা হিসেবে বিবেচিত।
২০০১ সালে সিরিয়ার একটি মসজিদে সফর করা জন পল দ্বিতীয় ছিলেন প্রথম ক্যাথলিক পোপ যিনি মুসলিম উপাসনালয়ে প্রবেশ করেন। গত ছয় দশক ধরে ক্যাথলিক চার্চ মুসলিম বিশ্বের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছে।
পোপ লিও তুরস্কের খ্রিষ্টান চার্চগুলোর বিভিন্ন নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন অর্থোডক্স খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ প্রথমের সঙ্গে সেন্ট জর্জের প্যাট্রিয়ার্কাল চার্চে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন।


