ট্রাকের ধাক্কায় আহত দুলু মিয়া

প্রতীকী ছবি
সারাদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় আফতাব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় দুলু মিয়া (৪০) নামে আরেকজন গুরুতর আহত হন।

ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি
বুধবার (২০ নভেম্বর) উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া নামকস্থানে জয়পুরহাট-হিলি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার দরগাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফতাফ উদ্দিন দুপুরে জোহরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দরগাপাড়া নামক স্থানে জয়পুরহাট থেকে আসা (কুষ্টিয়া-ট ১১-২৭৫৫) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় ট্রাকটি একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে।
এতে দোকানদার দুলু মিয়া আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দরগাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
দুলু মিয়া