গুণীদের সম্মাননা দিয়েছে বিসিআরসি
.jpg)
২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-র উদ্যোগে ‘আমাদের মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

ইন্ডিয়া টুডে অতীতেও অপতথ্য ছড়িয়েছে : বাংলাদেশ সেনাবাহিনী
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, আনোয়ার উল্লাহ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি জয়নুল আবেদীন ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
বিজয় দিবসের আলোচনার শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য জনাব কামাল হোসেন (উপদেষ্টা, দৈনিক আওয়ার বাংলাদেশ)। শিক্ষা ও সেবায় আলহাজ লায়ন মাসুদ হাসান লিটন (চেয়ারম্যান, ব্রাইট গ্রুপ)। সেরা যুব সংগঠক খন্দকার এনামুল হক এনাম (আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ)। সমাজসেবায় মো. মতিউর রহমান (সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি) এবং ডা. শফিকুর রহমান। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ওয়াহিদ মুরাদ। সফল সংগঠক ও সমাজসেবায় মো. শাহ আলম (যাত্রাবাড়ী থানা যুবদল)। সেরা সংগঠন হিসেবে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সোহেল রানা সম্মাননা গ্রহণ করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন আনোয়ার হোসেন, মেহেরুন আশরাফ, শম্পি জামান এবং আলী সারোয়ার। সোহাগ ও তার নৃত্যদল নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন বিসিআরসির যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সুমন চৌধুরী। সভাপতিত্ব করেন বিসিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ আখন্দ।