বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই ভারতীয় আটক

ছবি : সংগৃহীত
২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন তাদের আটক করে।

কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আটকরা হলেন- বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৩৭) ও যশোর জেলার বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মফিজুর রহমান (২৮)।
সোমবার রাতে ৪৮ বিজিবি জানায়, এক বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে কাজের উদ্দেশে এই দুজন ভারত গিয়েছিলেন। ভারত থেকে একই রকমভাবে ছাতকের বনগাঁও সীমান্ত দিয়ে সোমবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।’