শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে শিল্পকলায় আলোচনা সভা

২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পিএম
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করেছে জিয়া সাংস্কৃতিক জোট (জিসাস)। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটরিয়ামে এই আয়োজন করেন জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আলী আশরাফ আখন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনভিপ্রেত : পররাষ্ট্র মন্ত্রণালয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রধান আলোচক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সংবিধান বিশেষজ্ঞ জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি জনাব শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাধারণ সম্পাদক খুরশীদ আলম মজিব পরদেশী, জিয়া সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট কণ্ঠশিল্পী জনাব আফজাল হোসেন কায়সার, গাজীপুর সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন শামীম প্রমুখ।
আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নেহেরুন্নেসা, তাবিজ ফারুক, মজিব পরদেশী, টিটু পাগলা, সজীব পরদেশীসহ আরও অনেকে। নৃত্য পরিবেশনা করেন জাইমা ইসলাম পরী। পরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।