রাজধানীতে ‘দুর্নীতি নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা

কিশোর ডি কস্তা

২৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পিএম

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির আয়োজনে ‘দুর্নীতি নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পান্থপথ শেল সেন্টারের নবম তলার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।


দেশে অবৈধ বিদেশি সাড়ে ৩৩ হাজারের বেশি

আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রত্যেকটি সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমলা ও সিনিয়র-জুনিয়র কর্মকর্তাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। এ সকল দুর্নীতি বন্ধ করতে হলে শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হবে। ছাত্র-ছাত্রীদের মগজে দুর্নীতি বিষয়ে নেগেটিভ দিকগুলো তুলে ধরতে হবে। শিক্ষক এবং পরিবার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকলে সব সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।


বক্তারা আরও বলেন, এদেশের আইন ব্যবস্থার সঠিক প্রয়োগের মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। অবৈধ উপায়ে আয়-রোজগার করার জবাবদিহিতা পরিবার থেকেই আসতে হবে। তবেই দেশ দুর্নীতিমুক্ত হবে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের সভাপতি অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, লেফটেন্যান্ট জেনারেল (অব:) ডক্টর চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতিবিরোধী সমন্বয় বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক বিচারক ও জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর মো. শাজাহান সাজু, রিহ্যাবের সাবেক সভাপতি ও জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আউয়াল, জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির সদস্য কর্নেল (অব:) প্রকৌশলী আনোয়ার হোসেন, জাতীয় দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, ডক্টর সৈয়দ জাভেদ মো. সালাউদ্দিন প্রমুখ।