কুমিল্লায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের কমিটি গঠন

কিশোর ডি কস্তা

০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৫ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-র কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে এই শাখা কমিটি গঠন করা হয়।


কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১২

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রধান আলোচক হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।


অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লার দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা। অতিথিবৃন্দের মধ্যে ছিলেন তিতাস বিএনপির আহবায়ক মো. ওসমান গনি ভুঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুঁইয়া, লায়ন মো. সাইদুর রহমান ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৫জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-র সাংগঠনিক সম্পাদক কিশোর ডি কস্তা, সমাজসেবা বিষয়ক সম্পাদক রুনা লায়লা, সদস্য ফিরোজ (সভাপতি, ফরিদপুর জেলা), সদস্য বশির আহাম্মেদ ও মেহেদী হাসান।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন তাবিজ ফারুক, মঞ্জু পরদেশী, আনোয়ারুল ইসমাম খান, বোরহান বাবু, মেহেরুন আশরাফ ও জারা অন্তরা প্রমুখ।