মতলব উত্তরে প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি : আওয়ার বাংলাদেশ

গোলাম নবী খোকন

০৬ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব উত্তর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি মো. সৈকত হোসেন (২০)কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।


শাহবাগজুড়ে বগুড়া ছাত্রদলের গর্বিত অবস্থান

গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত সামগ্রীসহ অপরাধীকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।