পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম রাহুল (৩০)। তার বাড়ি পোটুয়াখালী জেলায়। তিনি ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানীতে চাকরি করেন। পেশাগত কাজে তিনি ফরিদপুর থেকে কুঞ্জনগর বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা আরো জানান, এলাকার বিভিন্ন স্থানে সারা বছর ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটা হয়। সেই মাটি বোঝাই ট্রলি গাড়ি সড়কে চলাচল করায়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবার৷ সন্ধ্যায় বৃষ্টি নামার পর সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায়, সড়কে দুর্ঘটনা ঘটছে।
রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে শুনেছি। রাস্তা দিয়ে দিন-রাত মাটিবোঝাই গাড়ি চলে। গাড়ি থেকে রাস্তায় মাটি পড়ে। আজ বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল হওয়ায় এমন ঘটনা ঘটে। সামনে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার খবর আপনাদের মাধ্যমে জানলাম। এখনই খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।