এবার রেলপথ অবরোধের ঘোষণা

নিউজ ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম

ছয় দফা দাবি না মানায় পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।


কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এ দিন সকাল ১০টার দিকে রাজধানী তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


এতে করে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। তেজগাঁও সাতরাস্তায় বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি। শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে রাখেন। মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচলও ব্যাহত হয়।