সাগর-রুনি হত্যার সব নথি পুড়ে গেছে!

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবি পুলিশের কাছে থাকা সব নথি আগুনে পুড়ে গেছে। হাইকোর্টকে রাষ্টপক্ষের আইনজীবী এ তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়। এ মামলার তদন্ত শেষ করতে ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।


প্রেমের টানে তুরস্কের যুবক বাংলাদেশে

এর আগে ১৫ এপ্রিল এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন (২১ মে) দিন ধার্য করেছিলেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ওইদিন ১১৭ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেয়েছিল তদন্ত সংস্থা।


১৫ এপ্রিলও এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন ওইদিন ধার্য করেন।