৬ লেনের রাস্তা ও বিশেষায়িত হাসপাতাল চায় বরিশালবাসী

ছবি : আওয়ার বাংলাদেশ

লোকমান হাবীব

২৮ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম

ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র সড়ক ছয় লেনে উন্নয়ন এবং চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত দাবিদাওয়া তুলে ধরেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান।


পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা

দাবিগুলো হলো- ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত বিদ্যমান দুই লেনের মহাসড়ককে ছয় লেনের মহাসড়ক করতে হবে। চীন সরকারের সহযোগিতায় যে তিনটি বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশে স্থাপিত হবে তার একটি হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপন করতে হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন করতে হবে। ভোলার সাথে সারাদেশের সড়কপথে যোগাযোগ স্থাপনের জন্য বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের সমস্ত জেলায় সরবরাহ করতে হবে। পটুয়াখালীর বগা নদীতে সেতু স্থাপন করতে হবে। বাবুগঞ্জ থেকে মুলাদী (ময়দানের হাটে) সেতু নির্মাণ করতে হবে। পাথঘাটা থেকে বরগুনা সদর (কাকচিড়ায়) সেতু নির্মাণ করতে হবে। দক্ষিণাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মাণ করতে হবে। কুয়াকাটাকে আর্ন্তজাতিকমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। ভ্যাট কমিশনারেট অফিস বরিশালে স্থাপন করতে হবে। পূর্ণাঙ্গ আয়কর আপিল আদালত বরিশালে স্থাপন করতে হবে। বিস্ফোরক অধিদপ্তরের পূর্নাঙ্গ বিভাগীয় অফিস বরিশালে স্থাপন করতে হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের পূর্নাঙ্গ বিভাগীয় কার্যালয় বরিশালে স্থাপন করতে হবে। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর-এর বিভাগীয় অফিস বরিশালে স্থাপন করতে হবে। বাংলার শষ্যভান্ডার হিসেবে বিখ্যাত (প্রাক্তন বাকেরগঞ্জ জেলা) দক্ষিণাঞ্চলের পতিত-জমিতে কৃষকেরা প্রতিবছর যেন ৩টি করে ফসল চাষ করতে পারে সেই লক্ষ্যে আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং কৃষকদের পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা ৫% সুদে কৃষিঋণ প্রদান করতে হবে। বরগুনার কাকচিড়ার বড়ই-তলা নামক স্থানে নদী পারাপারের জন্য রো-রো ফেরীর ব্যবস্থা করতে হবে। আমতলী-বরগুনা সেতু নির্মাণ করতে হবে।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, দেওয়ান আব্দুর রশিদ নিলু, দি পটুয়াখালী চেম্বার অব কর্মাসের সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক মো. মতিউর রহমান সরদার প্রমুখ।