গণমাধ্যমের স্বাধীনতায় ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৫, ০২:১০ পিএম

বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গেল বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম হয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের ২০২৫ সালের সূচক প্রকাশ করে।


জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা

এতে দেখা যায়, গত বছর ১৬৫তম স্থানে থাকা বাংলাদেশ এবার এগিয়েছে ১৬ ধাপ। বাংলাদেশের পেছনে রয়েছে পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান ও চীন। তবে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি ‘বেশ গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে সূচকে। গত ২৩ বছরের মধ্যে এবার গণমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে বলে জানিয়েছে সংস্থাটি।


মোট পাঁচটি (রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা ও আইন) ক্যাটাগরিতে সূচক করা হয়েছে। এবারও সূচকের শীর্ষে আছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে চীন, উত্তর কোরিয়া ও আফ্রিকার ইরিত্রিয়ায়।

এদিকে, ২০১৮ সালের পর ১৫০ এর ভেতরে উঠে আসা বাংলাদেশ পার্শ্ববর্তী ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। যেখানে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও চীনের ১৭৮তম। তবে বাংলাদেশ পিছিয়ে রয়েছে নেপাল (৯০তম), শ্রীলংকা (১৩৯তম) ও মালদ্বীপের (১০৪তম) চেয়ে।