জাপান সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক
৩১ মে ২০২৫, ১২:২৮ পিএম
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে টোকিও থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

কবর নিয়ে চলছে রমরমা বাণিজ্য
সফরকালে টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেন ড. ইউনূস। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে ছয়টি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) দিবাগত রাতে ড. ইউনূস রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।