জাতীয় নির্বাচন বিষয়ে কোনো নির্দেশনা পায়নি সেনা সদর

ছবি : সংগৃহীত
১৯ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পাওয়া গেলে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান
বৃহস্পতিবার দুপুরে বনানীতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল মো. শফিকুল ইসলাম ।
কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্ন বাড়ি ফিরতে পারে এ জন্য কাজ করেছে। যানবাহনের টিকিট কালো বাজারি চক্রদের আইনের আওতায় এনেছে। ঢাকাসহ সারাদেশে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রায় ৩৫ লাখ টাকা যাত্রীদের মধ্যে ফিরিয়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, মব ভায়োলেন্স ঠেকাতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। কোনো ধরনের মব মেনে নেয়া হবে না।
তিনি আরও জানান, সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা ও সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।