আদালত থেকে আসামির পলায়ন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন। আসামি শরিফুলকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


যা আছে ইসির নির্বাচনী রোডম্যাপে

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মো. রিপন বলেন, আসামিকে আদালতে তোলার সময় পুলিশ কনস্টেবল শহিদুলকে আঘাত করে পালিয়ে যায় শরিফুল নামে এক আসামি।


ডিএমপির প্রসিকিশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া লুজ করেন। এরপর কৌশলে হাতকড়া খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায় সে।

তিনি আরো বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আদালত সূত্রে জানা যায়, আসামি মো. শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। রাজধানীর খিলগাঁও থানার জিসান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। এ মামলা এখন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।