জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের কর্মসূচি

২৮ জুন ২০২৫, ০২:৫০ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রতিবিপ্লব এখনো উঁকিঝুঁকি দিচ্ছে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী দোয়া করা হবে। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ৮ থেকে ১৫ জুলাই শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া করা হবে।
পরে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে আলোচনা সভার আয়োজন করবে জামায়াত। ১৯ জুলাই জামায়াতের ৭ দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করা হবে। একই দিনে শহীদ পরিবারের অনুষ্ঠানে অংশ নেবেন জামায়াত আমির।
২০ থেকে ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণে সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করবে জামায়াত। ২৫ থকে ২৮ জুলাই হবে তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ এবং ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা হবে।
১ আগস্ট জাতীয় সেমিনারে অভ্যুত্থানের শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন করা হবে। ৩ আগস্ট পর্যন্ত চলবে আলোকচিত্র প্রদর্শনী। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত। ৬ থেকে আগস্ট হবে আলোচনা সভা।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।