টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ

রাজধানীর ডেমরা এলাকায় পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন তাহমিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ। পালিয়ে যাওয়ার সময় তিনি স্বামীর বাসা থেকে নগদ তিন লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

ছবি : আওয়ার বাংলাদেশ

আমিন মুনশি

২৯ জুন ২০২৫, ০৮:৫২ পিএম

ভুক্তভোগী স্বামী মো. জাকির হোসেন (৩৩) পেশায় একজন চাকরিজীবী। দৈনিক আওয়ার বাংলাদেশকে তিনি জানান, তাহমিনার সঙ্গে তার ৮ বছরের দাম্পত্য জীবন। তাদের ঘরে ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম রাইসা। বর্তমানে শিশুটি নানাবাড়িতে অবস্থান করছে।


গণমাধ্যম সংস্কার কমিশনে আছেন যারা

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার (১২ মে) বিকেলে ডেমরা এলাকার নিজ বাসা থেকে পলাতক হন তাহমিনা। তিনি হৃদয় নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পালিয়ে যান। এ বিষয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জাকির হোসেন।


জাকির হোসেন বলেন, ‘আমি তাহমিনাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও যখন পাচ্ছিলাম না তখন সে আমার ফোন ধরছিল না। পরে অন্য নাম্বার থেকে কল দিয়ে জানায়, সে আমার সাথে আর সংসার করবে না। আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিয়েছে। তবে তার বাবা-মা আমাকে আশ্বাস দিয়ে বলেছে, তাকে আমার কাছে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করবে।’

ডেমরা থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাহমিনা ও হৃদয়কে আগেও একাধিকবার একত্রে দেখা গেছে বলে অনেকে সন্দেহ করতেন।

পরকীয়া
অভিযোগ
প্রেম
বিয়ে
ডিভোর্স