বুড়িচংয়ে এক প্রভাবশালীর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ

ছবি : আওয়ার বাংলাদেশ
০১ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের লোহাইমুরি গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৯ জুন) বিকালে খারেরা গ্রামের একজন প্রবাসী এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ঈদযাত্রায় ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া
এ সময় খারেরা গ্রামের নুরুল হকের ছেলে প্রবাসী মনিরুল হক আরিফ বলেন, গত ৩০মে বিকেলে আমি বাড়িতে না থাকায় ফারুক আহমেদ তার দলবল নিয়ে হাতুড়ি, দা, কোদাল নিয়ে খারেরা গ্রামে আমার মালিকানাধীন প্রজেক্টের দক্ষিণ পাশে সীমানা প্রাচীর ভাঙচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি করে। এছাড়াও আমার প্রজেক্টের ভিতরে প্রবেশ করে প্রভাবশালী ফারুক আহমেদ তার দলবল নিয়ে প্রজেক্টের ভিতরে ড্রেন কেটে জমির দিকে পানি ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, ওই প্রজেক্টের মাটি কাটার ফলে তার ৪ লক্ষ টাকার মাছ পানিতে ভেসে যায়।
অপরদিকে একই গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রভাবশালী ফারুক আহমেদ আমার মালিকানাধীন খারেরা গ্রামের ভরাটকৃত জায়গায় আমার অনুপস্থিতিতে লোহাই মুরি গ্রামের মৃত আলতাফ আলী মুহুরির ছেলে এডভোকেট ফারুক আহমেদ উপজেলা বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে ওই জমির মাটি কেটে ড্রেন করে মাটি পানির সঙ্গে ভাসিয়ে দিয়ে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধিত করে।
এছাড়াও প্রবাসী মনিরুল হক আরিফ ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, প্রভাবশালী ফারুক আহমেদ তার নিজ গ্রামে নিজের জমিতে একাধিক পুকুর খনন করে মাছ চাষ করেন। এতে জনসাধারণের চলাচলের রাস্তায় থাকা কয়েকটি পানি প্রবাহের কালভার্টের মাটি দিয়ে ভরাট করে দেওয়ার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, ফারুক আহমেদ প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ অভিযোগ করে না। কেউ মুখ খুললে বা প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমাদের দুই গ্রামের মানুষ প্রভাবশালী ফারুক আহমেদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার রেকর্ড রয়েছে।
তবে অভিযুক্ত ফারুক আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করে যেসব অভিযোগ উপস্থাপন করেছে তার সবই মিথ্যা ও বানোয়াট।