জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে বগুড়ার শেরপুর-ধুনটে

ছবি : সংগৃহীত
২২ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
জাতীয় সংসদের ১৩তম সাধারণ নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশ ৪০ বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের স্বাধীন বাংলাদেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৩তম সাধারণ নির্বাচন আসনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৩তম সাধারণ নির্বাচন। এই প্রথম সর্বাধিক সৎ নির্লোভী ও উচ্চ শিক্ষিত সম্ভাবনাময় প্রার্থী শিল্পপতি আব্দুল আজিজ মিয়া (এফসিএম), জিএম সিরাজ ও দবীবুর রহমানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদচারণা। বিগত নির্বাচনে শিল্পপতি আব্দুল আজিজ সাহেবকে অংশ নেওয়ার অনুরোধ করা হলেও উপেক্ষিত হয়েছে। কিছুতেই তাকে নির্বাচনের জন্য রাজি করানো যায়নি।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর
প্রকাশ করা যায়, বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর অজপাড়াগ্রাম থেকে শহরের অলিগলিতে। মানুষের মুখে মুখে যেসব প্রার্থীদের নাম শোনা যায় তাদের মাঝে অন্যতম আ. আজিজ মিয়া (এফসিএম) বিভিন্ন জরিপ ও সংস্থার অনলাইন জরিপে মতামত আ. আজিজ সাহেবের পক্ষেই ভারী। জীবনের শুরু থেকে এ পর্যন্ত দেশ ও বহির্বিশ্বে অসংখ্যক আর্থিক প্রতিষ্ঠানে প্রধান হিসেবে দায়িত্ব পালন, সততা-নিষ্ঠা ও লালসার ঊর্ধ্বে ওঠে অনৈতিক পন্থায় হাজার হাজার কোটি টাকা অর্জনের সুযোগ কখনো গ্রহণ করার তথ্য বা অভিযোগ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রিপোর্ট লেখা পর্যন্ত উপস্থাপন করতে পারেনি তার বিরুদ্ধে। সাধারণ মানুষ ও সুশীল সমাজের বিশেষ অনুরোধে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণে সম্মত শিল্পপতি আ. আজিজ (এফসিএম) তিনি নির্বাচনের মাঠে না নামলেও তার পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন অসংখ্যক উচ্চ শিক্ষিত শুভাকাক্সক্ষী। যাদের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকলেও একজন ভালো মানুষকে পাওয়ার প্রত্যাশা স্ব-উদ্যোগে আ. আজিজ সাহেবকে পক্ষে নির্বাচনী প্রচারকারীরা সর্বশ্রেণির সকল পেশার মানুষ।
এই মানুষগুলো কোনো না কোনো সময় বিনয়, নম্র, ভদ্র, সদালাপী আ. আজিজ মিয়া (এফসিএম) সহযোগিতাপ্রাপ্ত। দুঃসময়ে বুক দিয়ে আগলে রাখার কৃতজ্ঞতাস্বরূপ নির্লোভী এই মানুষটিকে আগামী দিনের প্রতিনিধি হিসেবে পেতে ব্যাকুল এবং দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। শীর্ষ পর্যায় থেকে আশানুরূপ সাড়াও পাওয়া গেছে তার সম্পর্কে।
উল্লেখ্য, ১৯৭১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫৫ বছরের বাংলাদেশ এখন প্রাপ্তবয়স্ক। এদেশ পরিচালনার দায়িত্বে অনেকেই দেশ ও মানুষের কল্যাণের চেয়ে নিজ ও নিকটতমদের ভাগ্য পরিবর্তন করলেও আশানুরূপ সুফল এখনো পায়নি মানুষ। শেরপুর-ধুনট উপজেলার কয়েক হাজার বিভিন্ন পেশার মানুষের সাথে একান্ত গোপন আলোচনায় জানা যায়, তাদের অভিলাষ। ধর্ম, বর্ণ দলমতের ঊর্ধ্বে বিবেচনা করছে শিল্পপতি আব্দুল আজিজ মিয়া এফসিএম। মানুষ মনে করেন সংসদ সদস্য একটি লোভনীয় পদবী। এই পদবীর লোভ-লালসার ঊর্দ্ধে ওঠা সবার পক্ষে সম্ভব নয়। শুধু আব্দুল আজিজ সাহেব পারবেন লালসার ঊর্দ্ধে ওঠে মানুষ ও এলাকার কল্যাণে কার্যক্রম পরিচালনা করা।


